রাজশাহীতে পুলিশের হাত থেকে পলাতক বাবু গ্রেফতার

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২০ ০৩:০৩; আপডেট: ১৬ মে ২০২৪ ১৬:৫৭

ফাইল ছবি

রাজশাহীতে পুলিশের হেফাজত থেকে পলায়ন করা পলাতক বাবুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পলায়নের ২৪ ঘন্টার মধ্যে তাকে পুনরায় আটক করা হয়।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করে মালোপাড়া ফাঁড়ী ইনচার্জ এসআই ইফতেখায়ের আলম ও সঙ্গীয় ফোর্স। 

পলাতক হওয়া বাবুকে (৫০) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম।

পলাতক হেরোইন কারবারী বাবু নগরীর মতিহার থানাধিন ধরমপুর এলাকার হাবুর ছেলে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে তাকে আটক করে মালোপাড়া ফাঁড়ি পুলিশ । পরে তাকে নিয়ে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করতে অভিযানে যায় পুলিশ। সেই সময় কৌশলে দৌঁড়ে পালিয়ে যায় বাবুু। 

এসআই ইফতেখায়ের আলম জানান, বৃহস্পতিবার সন্ধার দিকে হেরোইন নিয়ে যাওয়ার তাকে আটক করা হয়।  পরে তাকে নিয়ে অভিযানে গেলে দৌড়ে পালিয়ে যায় সে। 

পুলিশ তালাইমারী এলাকা থেকে শুক্রবার দুপুর আড়াইটার দিকে ১৫গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।

পুলিশ জানায়, আটককৃত বাবুসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top