রাজশাহীর বর্ষীয়ান নেতা আবুল কালাম আজাদ আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪ ১৭:৩৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৩

ফাইল ছবি

রাজশাহী মহানগরীর বর্ষীয়ান নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাবেক নায়েবে আমীর ও সেক্রেটারী আবুল কালাম আজাদ আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় ইসলামী ব্যংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তাঁর মৃত্যুতে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ডা. মাওলানা কেরামত আলী ও সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল এবং মহানগরীর কর্মপরিষদ সদস্যবৃন্দ।

বিবৃতিতে নেতুবৃন্দ বলেন, ইসলামী আন্দোলনের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ ও আপোষহীন। আবুল কালাম আজাদ বাংলদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক রাজশাহী বিভাগীয় সেক্রেটারীর দ্বায়িত্ব পালন করেন।  তিনি পেশাগত জীবনে ব্যাবসায়ী এবং ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ নেতা ছিলেন।  তিনি দুই ছেলে ও তিন কন্যা রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯ টায় রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে অনুষ্ঠিত হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top