প্রবীণদের প্রতি সম্মান-শ্রদ্ধা রাখতেই হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ০২:১৪; আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০২:১৫

বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় শিরোইল কলোনি ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে পুনরায় ৫০ জন প্রবীণদের মাঝে বয়স্কভাতা বহি তুলে দেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। এর পূর্বে গত ২৮ নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর মাধ্যমে প্রবীন সমাবেশে ১৩৭ জন প্রবীনের মাঝে বয়স্কভাতা বহি দেওয়া হয়।
যারা ইতিমধ্যেই প্রাপ্ত টাকা উত্তোলন করেছেন। কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন প্রায় শতভাগ সরকারের আদেশমতো নির্দিষ্ট বয়সের প্রবীন দের মাঝে ভাতার আওতায় আনা হয়েছে। যাদের বয়স যখনই চাহিদামত বয়স হবে তাদেরই বয়স্কভাতা প্রদান করা হবে। কাউন্সিলর সুমন বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা য় মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সহযোগীতায় ১৯ নং ওয়ার্ড কে রোল মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত আছে।
এজন্য রাস্তা, ড্রেন, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, শিক্ষার উন্নয়ন চলমান আছে। কাউন্সিলর সুমন আরো বলেন প্রবীন রা আমাদের জন্য বরকত ময় ছায়া, তাদের প্রতি সম্মান, শ্রদ্ধা রেখে চিকিৎসা ও পুষ্টিকর খাবার প্রদানের জন্য সকল সন্তানদের অনুরোধ করেন। তাদের দোয়ায় আমাদের জীবন উজ্জীবিত করার অভিপ্রায় ব্যক্ত করেন কাউন্সিলর সুমন।
এসময় আরো উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড সচিব মোঃ নুর ইসলাম ফয়সাল, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, মোঃ শাকিল, মো. গোলাপ, রফিকুল প্রমুখ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top