অর্থ ফেরত না দেয়া পর্যন্ত সদস্য কার্ড বাতিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২০ ০৬:২২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০১:২৪

নগরীর শিরোইল বাস টার্মিনালে বৃহস্পতিবার দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্ছিতব্লেয রাখেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আগের কমিটির সদস্যদের বিরুদ্ধে সংগঠনের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা ইউনিয়নের তহবিলে টাকা ফেরত না দেয়া পর্যন্ত তাদের সদস্য কার্ড বাতিল বলে গণ্য করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে মামলা করারও সিদ্ধান্ত হয়।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। সভায় বার্ষিক আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী।

সভায় বগুড়া আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মণ্ডল, রাজশাহী ট্রাক ইউনিয়নের সভাপতি ফরিদ আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানসহ রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top