সিরাজগঞ্জে ১০ কেজি গাজাসহ গ্রেপ্তার ২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪ ১৫:০৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৩:৪৬

ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ কামারুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায় এবং গোয়েন্দা শাখার সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ গোলচত্বর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়।

এসময় ১০ কেজি গাজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন মনতলা গ্রামের মৃত হানিফ মিয়া ছেলে মীর হোসেন রাজু (৩৫) ও নওগাঁ জেলার বদলগাছী থানার চক জলাল গ্রামের দুলাল হোসেনের মেয়ে সনি আক্তার (২১)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে এম আবুল হাশেম সবুজ লেঃ কমান্ডার বিএন কোম্পানী কমান্ডার সদর কোম্পানী সিরাজগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top