শাহজাদপুরে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪ ১৮:৫০; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৮

ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সিএনজি ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক সুজন (২৮) এবং যাত্রী বাহাদুর আলী (৩০) রয়েছেন। সুজন কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার দুলালের ছেলে, আর বাহাদুর আলী শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জামিরতা গ্রামের বাসিন্দা।

শাহজাদপুর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রোকনুজ্জামান জানান, সিএনজিটি উল্লাপাড়া যাচ্ছিল। গাড়াদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে চালক সুজন ও যাত্রী বাহাদুর আলী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ঘটনার পর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে স্থানীয়রা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top