সিরাজগঞ্জে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ১৪:০৯; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২৩:৪৬

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) ও শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাইমুর রহমান (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ে দুই আরোহী উল্লাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পাবনা থেকে আসা ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, ‘হাইওয়ে পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’

সূত্র : ইউএনবি



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top