২ জানুয়ারি রাবির চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু

বিশেষ প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০ ১৮:৩২; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:১৭

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা পরিষদের জরুরী সভা অসুষ্ঠিত হয়েছে। আজ সকাল দশটায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান। জরুরী এ সভায় আগামী ২ জানুয়ারি ২০২১ তারিখ থেকে চতুর্থ বর্ষ (সম্মান) ২০১৯ এর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং চতুর্থ বর্ষ (সম্মান) পরীক্ষা শেষে মাস্টার্স এর শিক্ষার্থীদের জন্য পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে সূত্র রাজটাইমসকে জানায়।
এছাড়া জনুয়ারি ৩-৭ তারিখ পূর্ব ঘোষিত শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।
সভা থেকে জানানো হয় যে, ৪৩তম বিসিএস পরীক্ষায় শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হল খোলা হবেনা বলেও সভায় সিদ্ধান্ত হয়।
কোভিড-19 এর সতর্কতা অবলম্বনের জন্য শুধুমাত্র অনুষদ অধিকর্তাগণ, ইনিস্টিটিউট পরিচালকগণ, বিভাগীয় সভাপতিগণ, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, নির্বাচিত শিক্ষক প্রতিনিধিগণ সশরীরে সভায় যোগদেন , এছাড়া শিক্ষা পরিষদের প্রফেসর ক্যাটাগরি ও চ্যান্সেলর মনোনীত সদস্যগণ ভার্চুয়াল মাধ্যমে জরুরী এ সভায় যুক্ত হন।

 

এমএস ইসলাম

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top