ধামইরহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২২; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৬

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দূনীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন শুরু হয়।

পরে দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদের সামনে আঞ্চলিক মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।

সবশেষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মন্ডলের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top