রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:২৭; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৮

ফাইল ছবি

রাজশাহী প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা আজ বৃহস্পতিবার ক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম জুলুকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়। একইসাথে আগামী মহান বিজয় দিবস উপলক্ষে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং পরদিন ১৭ ডিসেম্বর আলোচনা সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুল আরেফিন, ক্রীড়া ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য আফজাল হোসেন, ডালিম হোসেন শান্ত, আনিসুজ্জামান, সোহেল মাহবুব, আজাহার উদ্দিন, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান।মোবাইলে পদত্যাগের ঘোষণা দেন জিয়াউল গনি সেলিম। তার ঘোষণা অনুযায়ী সভায় তার পদ বিলুপ্ত করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top