বাঘায় পরিবহন শ্রমিকের আত্মহত্যা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ১৯:২৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:৫৮

রাজশাহীর বাঘা উপজেলায় বিষপান করে আত্মহত্যা করেছেন এক পরিবহন শ্রমিক। শনিবার (২৬ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আত্মহত্যাকারী ব্যক্তি বাঘা পৌরসভার ১ নং ওয়ার্ডের চকছাতারী গ্রামের মৃত: ইনছার মন্ডলের ছেলে জিল্লুর রহমান (৩৫) বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাসায় ফিরে ১০০ এমএল এর ২ বোতল কিটনাশক বিষ (ট্রিপকর্ড ) পান করে জিল্লুর রহমান। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রামেক হাসপাতালে রেফার্ড করেন। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৩টার সময় তার মৃত্যু হয়। তার ১০ ও ৬ বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে।নিহতের স্ত্রী জানান, কি কারনে সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে আমরা কিছুই বলতে পারবনা।
নিহতের পারিবার ও আত্বীয় স্বজনের ধারনা, হয়ত দেনার কারনে সে আত্বহত্যা করে থাকতে পারে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রাজপাড়া থানার ওসি (তদন্ত)। তিনি জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা দায়ের পূর্বক লাশ পরিবারের নিকট হস্তান্তর করে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: