বিভাগে ২৪ ঘন্টায় করোনাক্রান্ত ৪৩

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০ ২১:০১; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৬:৫৪

ফাইল ছবি

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে বিভাগজুড়ে আক্রান্ত হয়েছে আরও ৪৩ জন।শনিবার (২৬ ডিসেম্বর) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনটিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় বিভাগের রাজশাহীতে আটজন, নাটোরে একজন, জয়পুরহাটে দুইজন, বগুড়ায় ২৩ জন, সিরাজগঞ্জে সাতজন এবং পাবনায় দুইজন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এ দিন বিভাগে ২৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ১৪ জনেরই বাড়ি বগুড়া।

গত ২৪ ঘন্টায় বিভাগজুড়ে আরোগ্য হয়েছে রাজশাহীর ১০ জন, জয়পুরহাটের একজন এবং পাবনায় একজন। আগের দিনের মতো শুক্রবারও বিভাগে নতুন কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩৬৪ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ তথ্য মতে, বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ২০৯ জন। এদের মধ্যে ২১ হাজার ৯৪৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৫২ জন কোভিড-১৯ রোগী।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top