আখক্ষেতে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর লাশ
নিজস্ব প্রতিবেদক, পাবনা | প্রকাশিত: ২৮ জুলাই ২০২০ ১৯:২৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৩:৪৮

পাবনার ঈশ্বরদী উপজেলায় নিখোঁজের তিনদিন পর আখক্ষেত থেকে মিলল স্কুল শিক্ষার্থীর লাশ। এলাকাবাসির খবরে নিহত আসিক হোসেনের (১৬) মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোমবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই থেকে আসিক নিখোঁজ ছিল। এ ব্যাপারে পাবনা সদর থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
নিহত স্কুল শিক্ষার্থী পাবনা সদর উপজেলার গাছপাড়া ইউনিয়নের খাঁ পাড়া এলাকার অটোচালক আবুল কাশেমের ছেলে।
#বিপি/এনএস
আপনার মূল্যবান মতামত দিন: