রামেবিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫ ১৭:৩৩; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ২০:৪৬

সংগৃহিত

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) আয়োজনে আর্থিক ব্যবস্থাপনা ও অনলাইন আয়কর রিটার্ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার। প্রশিক্ষণ প্রদান করেন  প্রকল্পের কনসালটেন্ট মোঃ মফিজ উদ্দিন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, বাংলাদেশ সরকারের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে রামেবি’র কর্মকর্তা-কর্মচারীদের এ বিষয়ে বাস্তব জ্ঞান অর্জনের জন্যই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, আজকের এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান রামেবি’র কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া পরিবার-পরিজনের রিটার্ন দাখিলের ক্ষেত্রেও সহায়ক হবে বলে আমি প্রত্যাশা করি।  
কর্মশালায় কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, প্রকল্প পরিচালক মোঃ নজিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. খন্দকার মোহাম্মদ আলীসহ সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top