শাহ মখদুম রূপোশ রহ. দরগাহ প্রাঙ্গণে মুসাফিরখানা’র ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:১৬; আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১৮:১৭

সংগৃহিত

রাজশাহীতে

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) দরগাহ প্রাঙ্গণে দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আধ্যাত্মিক সাধক হযরত শাহ মখদুম রূপোশ (রহ.) এর নামেই এ সকল প্রতিষ্ঠানের নাম করণ করা হয়েছে।  

ভিত্তিপ্রস্থর শেষে দরগার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত অলোচনা সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। বিশেষ অতিথি ছিলেন দরগাহ ট্রাস্টি মেম্বার ও দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. সুরায়েত রহমান রক্তিম আশরাফী। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দরগাহ ট্রাষ্ট্রের সহ-সভাপতি মিজানুর রহমান মিজি, সাবেক সচিব আব্দুর রব হাওলাদার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডিসি মীর সাফিন মাহমুদ।  ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ডা. তাওহীদুল মাজীদ এর সঞ্চলনায় প্রধান অতিথির বকতব্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন বলেন, দাতব্য সেবারও কিছু মূল্য থাকা প্রয়োজন। কেননা বিনামূল্যে সেবাকে মানুষ গুরুত্ব কম দেয়।  তিনি মাসজিদ ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তার পাশাপাশি নৈতিক ও বাস্তবমুখি শিক্ষার কথাও তুলে ধরেন।
অন্যান্য বক্তারা বলেন, “দরগাহকে কেন্দ্র করে এমন উদ্যোগ সমাজে মানবকল্যাণ ও ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, দরগাহ মাসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান কাশেমী। অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিতদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রীও তুলে দেন অতিথিবৃন্দ। 
ট্রাষ্টের দেয়া তথ্যে জানা যায়, “দীর্ঘ ১৫ বছর ধরে দি মখদুম ফাউন্ডেশন ,দরগাহ কেন্দ্রিক নানা দাতব্য ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ, দরিদ্র ও পথশিশুদের সুন্নতে খাতনা, চোখের ছানি অপারেশন, কিডনি ও ক্যান্সার রোগীদের সহায়তা, কোভিড-কালীন সময়ে অসহায় মানুষের খাদ্য সরবরাহসহ নানামুখী মানবসেবা কর্মসূচি পরিচালিত হয়েছে।
এছাড়াও দি মখদুম ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও দরগাহ ট্রাস্টি বোর্ডের সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে আগত মুসাফিরদের জন্য থাকা-খাওয়া ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি দরগাহ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ও সামাজিক সহায়তায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top