যৌক্তিক সময়ে বিসিএস পরীক্ষার দাবীতে রেললাইন অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১৬:৫৫; আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১৮:০৯

সংগৃহিত

বৈষম্য দূর করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবীতে ও পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রেক্ষিতে আজ শনিবার বিকেল সাড়ে টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীবৃন্দ। 

৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থীবৃন্দ জানান,  জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, এনসিপিসহ আরও অনেক রাজনৈতিক  ৪৭ তম লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য যৌক্তিক সময় দিয়ে রুটিন প্রকাশ করার জন্য প্রেস রিলিজ দিলেও পিএসসি ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা নিতে চাচ্ছে। যা আমাদের জন্য বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে। এসময় তারা পুলিশ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান।

এর আগে বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল নিয়ে স্টেশন বাজারে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন অবরোধ করে।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top