নাবিল গ্রুপের মিলারদের নবান্ন উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫ ১৭:০৬; আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩

সংগৃহিত

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের মিলারদের নিয়ে বর্ণাঢ্য নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন ধানের সুবাসে মাতোয়ারা উত্তরাঞ্চলের কৃষক, মিল মালিক ও শ্রমিকরা একসঙ্গে অংশ নেন এই উৎসবে।

অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে।

তিনি বলেন, “লালমনিরহাট থেকে রাজশাহী পর্যন্ত পুরো অঞ্চলকে ব্যবসা-বাণিজ্যের হাবে পরিণত করতে চাই। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় অবদান রাখবে নাবিল গ্রুপ।”

শিল্প বিকাশের পাশাপাশি স্থানীয় কৃষিকে সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। মিলারদের প্রত্যাশা নাবিল গ্রুপের এই উদ্যোগে ধানচাষ ও চালশিল্পে বড় পরিবর্তন আসবে, বদলে যাবে উত্তরাঞ্চলের অর্থনীতি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top