ডা. জাহাঙ্গীরের মনোনয়ন ফরম সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:২৬; আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৭
আজ বুধবার রাজশাহী সদর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট আবু মোজাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দীন মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকারসহ মহানগর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, রাজশাহী-২ আসনের জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ইসলামী মূল্যবোধ বাস্তবায়নে ডা. জাহাঙ্গীর একজন যোগ্য ও আদর্শ প্রার্থী। নেতৃবৃন্দ রাজশাহীবাসীর দোয়া ও সহযোগিতা কামনা কওে একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মূল্যবান মতামত দিন: