ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা
শাহ্ সুফি মহিব্বুল আরেফিন | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৮:২২; আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২০:২১
দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডে কাঁপছে রাজশাহী। আজ বৃহস্পতিবার সকালে জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা। ভোর থেকেই রাজশাহীতে ছিল ঘন কুয়াশা। সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সড়ক ও রেলপথে ফগ লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে ট্রেনসহ বিভিন্ন যানবাহনকে। বেলা বাড়লে হালকা সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসে শীতের তীব্রতা কমেনি।
শহরের ফুটপাত, রেলস্টেশন, পুরোনো বাস টার্মিনাল এবং আশপাশের বস্তি এলাকায় শীত সবচেয়ে বেশি ভোগাচ্ছে নিম্ন আয়ের মানুষদের। অনেকেই খড়কুটো ও কাঠ জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। নগরীর রেলওয়ে বস্তির বাসিন্দা রাকিব বলেন, কয়েক দিন ধরে শীত অনেক বেড়েছে। ঠান্ডায় কাঁপুনি ওঠে। সরকারি বা বেসরকারিভাবে এখনো শীতবস্ত্র পাইনি। নগরীর বিনোদপুর বাজারে দেখা যায়, পুরোনো চাদর গায়ে জড়িয়ে এক বৃদ্ধ রিকশাচালক হাত ঘষে গরম নিচ্ছেন। রিকশাচালক আবদুল জব্বার বলেন, সকালে রাস্তায় বের হতেই ভয় লাগে। ঠান্ডায় লোকজন বের হচ্ছে না, ভাড়াও কমে গেছে। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হচ্ছে।
আবহাওয়া অফিসের তথ্যে দেখা গেছে, গত কয়েক দিনে রাজশাহীতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে, যা শীতের তীব্রতা বাড়িয়েছে। গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি এবং সর্বোচ্চ ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন ব্যবধান ছিল প্রায় ১০ ডিগ্রি।
রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম জানান, ১০ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা এ মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন এবং এটি দেশের মধ্যেও সর্বনিম্ন। কাছাকাছি অবস্থানে রয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি। বাতাসে আর্দ্রতা শতভাগ থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও অটোরিকশাচালকরা। চারঘাট থেকে কাজে আসা শরিফ ইসলাম বলেন, ভোরে কাজে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। কাজ না করলে সংসার চলে না। শীত বাড়তে থাকায় ফুটপাতের দোকানগুলোতে গরম কাপড়ের বিক্রি বাড়লেও নিম্ন আয়ের মানুষের কাছে তা এখনও নাগালের বাইরে।

আপনার মূল্যবান মতামত দিন: