রাকাবের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৫; আপডেট: ১ মে ২০২৫ ০৮:৩৩

রাকাবের পর্যালোচনা সভা।

বিগত মাসের ঋণ বিতরণ ও আদায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ব্যাংকের আমানত সংগ্রহসহ ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা এবং মূল্যায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব)।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে যুক্ত হন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রইছউল আলম মন্ডল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইদ্রিছ এতে সভাপতিত্ব করেন।

এই সময় অংশগ্রহণ করেন মহাব্যবস্থাপক (পরিচালন) রুহুল আমিন, মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) কামিল বুরহান ফিরদৌস এবং রংপুর বিভাগীয় মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোসাদ্দেক হোসেন।

পাশাপাশি, অন্যান্যদের মধ্যে, সভায় রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহের বিভাগীয় প্রধান; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; সকল জোনের জোনাল ব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন স্থান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

 

  • এসএইচ


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top