৫৬ জন ঈমাম-মুয়াজ্জিনের টিকা গ্রহন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ২০:২৭; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ১৪:২৫

রাজশাহীতে দেশে মধ্যে প্রথম এক সাথে ৫৬ জন ঈমাম, মুয়াজ্জিন, খাদেম করোনা টিকা নিলেন। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাজশাহী সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের উদ্যোগে ওয়ার্ডের ২২ টি জামে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খাদেম মোট ৫৬ জন একযোগে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেন।

টিকা গ্রহনের সময় উপস্থিত ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল, স্বাস্থ্য পরিদর্শক আরিফ, স্বাস্থ্য কর্মী মোঃ রফিকুল ইসলাম। টিকা গ্রহন করেন ড. মাওলানা মুহ. ইমতিয়াজ আহমেদ, মাওলানা মোঃ ইসরাফিল হোসেন, মোঃ আলমগীর কবির, মো ইউসুফ আলী, মোঃ সাব্বির হোসেন, মহাব্বাত উল্লাহ, জামিয়া রহমানিয়া মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ সাইদুজ্জামান, মাওলানা মোহাম্মদ আলী, মোঃ আশরাফ আলী, মোঃ আলি মুদ্দীন শেখ, মোঃ রবিউল ইসলাম, মোঃ নূর রহমান, মোঃ ইউসুফ আলী শাহ্, মোঃ আলমগীর, মোঃ আব্দুল জলিল শাহ্, মোঃ মামুনুর রশীদ কাসেম, মোঃ মুজাহিদুল, রফিকুল ইসলাম প্রমুখ।

কাউন্সিলর সুমন জানান যে, সকল মসজিদের ঈমাম,মুয়াজ্জিন, খাদেম সব সময় মুসুল্লিদের সাথেই থাকেন, এছাড়া সরকারের সকল পদক্ষেপ তারাই জুম্মার খুতবার আগে প্রচার করে থাকেন, তাই আমি তাদের সম্মান অনুযায়ী ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করেছি। এজন্য সকলেই আজ প্রথম ডোজ টিকা গ্রহন করলেন।তারা  সকলেই টিকা গ্রহনের পর সুস্থ ও ভালো আছেন। 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top