সুখে-দুঃখে জনগণের পাশে থাকতে হবে: মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১ ০৩:৪২; আপডেট: ২ মে ২০২৪ ১৭:৪৩

সংগৃহীত ছবি

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কালাম আজাদসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার পৌরসভার শেখ রাসেল অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্য মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। দেশের উন্নয়নের সাথে সাথে এলাকার ব্যাপক উন্নয়ন করতে জনগণ রায় দিয়েছে নৌকার। জনগণের প্রতিনিধি হয়ে তাহেরপুরের উন্নয়ন করে চলেছে মেয়র আবুল কালাম আজাদ। সেই উন্নয়নের কারণে জনগণ তৃতীয় বারের মতো মেয়র হিসেবে কালামকেই বিজয়ী করেছেন। একজন নেতার কাজ হবে মানুষের পাশে থাকা। সুখে-দুঃখে বিপদে-আপদে সর্বদায় জনকল্যাণে কাজ করতে হবে।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, তাহেরপুর হবে উন্নয়নের কেন্দ্রবৃন্দ। তাহেরপুরে নির্বাচনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আওয়ামী লীগের অবস্থান কোথায়। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। জনগণ উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ সরকারের দক্ষ নেতৃত্বে দেশে চলছে ব্যাপক উন্নয়নমূলক কার্মকান্ড। জামায়াত-বিএনপি মানুষের কাছ থেকে স্বাধীনতা কেড়ে নিয়েছিল। কি না বর্বর নির্যাতন চালানো হয়েছিল তাদের সময়ে। তারা আবার ক্ষমতায় আসতে চায়। মানুষ আর মরতে চায় না। তারা শান্তির নামে অরাজকতা সৃষ্টির পায়তারা শুরু করেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে শতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এসময় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মেরাজ উদ্দীন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। স্বাগত বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইচ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, কাউসার আলী, সত্যজিৎ রায় তোতা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক শাহী, রফিকুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, তাহেরপুর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুজ্জামান তুহিন মৃধা, সাধারণ সম্পাদক কোরবান আলী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নব-নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

এসকে




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top