দুটি পেট্রোল পাম্পকে ৭০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ০১:২৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০২:৫৩

রাজশাহীতে দুটি পেট্রোল পাম্পকে পরিমাপে তের কম দেয়ায় জরিমানা করা হয়েছে। সোমবার বিএসটিআই, রাজশাহী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগরীর কুমারপাড়ার গুলগোফুর ও পবার বাগসারা এলাকার পবা ফিলিং স্টেশনকে এ জরিমানা করে।
অভিযানে পাম্পে তেল পরিমাপে কম প্রদান করায় গুলগোফুর পেট্রোলিয়ামকে ৫০ হাজার টাকা ও পবা ফিলিং স্টেশন, বাগসারা, পবা, রাজশাহীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ক্রটিযুক্ত ডিসপেন্সিং ইউনিটসমূহ তাৎক্ষণিক বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাসুম আলী, সহকারী পরিচালক এবং বিএসটিআই’র শাহ্ আলম পলাশ খাঁন উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: