বিভাগে ২৪ ঘন্টায় সনাক্ত ১৪
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ০২:২১; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৯:৪৪

বিশ্ব মহামারী করোনাভাইরাস প্রকোপে রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (০৯ মার্চ) বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটিতে জানানো হয়, সোমবার বিভাগের রাজশাহীতে দুইজন, জয়পুরহাটে একজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে ছয়জন এবং পাবনায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের নয়জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
সুস্থদের মধ্যে চারজনের বাড়ি রাজশাহী। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের একজন এবং বগুড়ার চারজন সুস্থ হয়েছেন। সোমবার বিভাগে করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ তথ্য মতে, বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৭৪৩ জন। এদের মধ্যে ২৪ হাজার ৩৬৫ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ছয়জন কোভিড-১৯ রোগী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: