প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

নিজস্ব প্রতিবেদক, বাঘা | প্রকাশিত: ১১ মার্চ ২০২১ ০৫:৩৫; আপডেট: ১ মে ২০২৫ ১৪:০৬

রাজশাহীর বাঘা উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় কলেজে ছাত্রী। বুধবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে প্রেমিক আবদুল্লার বাড়ির গেটে কলেজ ছাত্রী অবস্থান নেয়। বিয়ে না করা পর্যন্ত সে এই বাড়ি থেকে যাবেনা এবং প্রয়োজনে আত্মহত্যা করবে বলেও হুমকী দেন তিনি।

অভিযোগে প্রকাশ, ৬ মাস আগে কলেজ পড়ুয়া ছাত্রী (১৮) এর সাথে গৌরাঙ্গপুর গ্রামের সাজদার রহমানের ছেলে আবদুল্লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্য ায়ে আবদুল্লা তাকে কিছু না জানিয়ে আগামী শুক্রবার অন্যত্রে বিয়ে করার জন্য দিন ঠিক করে।

এ খবর জানতে পেরে কলেজ ছাত্রী আবদুল্লার বাড়ির গেটে অবস্থান নেয়। 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top