রাজশাহীতে যেমন চলছে লকডাউন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১ ২২:২৭; আপডেট: ১৭ মে ২০২৪ ০৭:৪৭

ছবি: রাজটাইমস

সারাদেশে লকডাউনের প্রথম দিনে রাজশাহীতে কঠোরভাবেই পালিত হচ্ছে এই নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল ব্যবসা প্রতিষ্ঠান। বাইরে নেই কোন কোলাহল নেই নগরীর চীরচেনা রূপ। লকডাউন কার্যকর করতে মাঠে তৎপর রয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় মানুষের চলাচল একেবারেই কম, একান্ত জরুরী কাজ ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছেনা বলেই মনে হয় নগরীর রাস্তাঘাট দেখে। তবে স্বল্প পরিসরে ঔষধের দোকান খোলা দেখা গেছে। কিছুটা ভীড় দেখা যায় কাঁচা বাজারে।


পথে দুচারটি অটো রিক্সা দেখা গেছে তবে পুলিশের নাগালে অসতেই রিক্সার পাম্প ছেড়ে সতর্ক করেছে তারা। কোনভাবেই এই লকডাউন ব্যার্থ হতে দেয়া হবেনা এমন মনোভাবেই দেখা গেছে আইন শৃংখলা বাহিনীকে।
নগরীতে কিছু খাবারের হোটেল খোলা রয়েছে তবে সেখানে বসে খাবারের কোন সুযোগ নেই সরকারের ঘোষণা অনুযায়ি পার্সেল নিতে পারবেন গ্রাহকগণ।


আজ রমজান মাসের প্রথম দিন ইফতার বেচা কেনায় কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে কিছু সময়।



বিষয়: লকডাউন


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top