বাঘায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১ ০১:৪৪; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০০:৪৪

প্রতীকি ছবি
রাজশাহীর বাঘায় নুরজাহান বেগম (৪৭) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ এপ্রিল)  সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নুরজাহান বেগম উপজেলার বাজুবাঘা ইউনিয়নের বাগসায়েস্তা গ্রামের সাদেকুর রহমানের স্ত্রী।
 
এ বিষয়ে নুরজাহান বেগমের স্বামী সাদেকুর রহমান বলেন, আমার স্ত্রী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভূগছিল। আমি বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও ভাল হয়নি। রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার অনুপস্থিতিতে শুক্রবার রাত দেড়টার দিকে বাড়ির গোয়াল ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় আমি সিংড়া এলকায় ধান কাটতে গিয়েছিলাম। 
 
বাঘা থানার ওসি (তদন্ত) আবদুল বারী জানান, খবর পেয়ে ঘটনাস্তল থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টও তৈরী করা হয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
 

 

 

এসকে



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top