বাঘায় বালি উত্তোলনের দায়ে দু’জনের কারাদণ্ড
বাঘা প্রতিনিধি | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১ ০২:৫৭; আপডেট: ১ মে ২০২৫ ১৮:২২
রাজশাহীর বাঘায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করায় দু’জন ট্রলি চালককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার খায়েরহাট এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড দেয়া হয়।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে উপজেলার খায়ের হাট এলাকায় পদ্মা নদী থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিষেধ উপেক্ষা করে কতিপয় লোক মিনি ট্রাক এবং ট্রলি যোগে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলেন। রবিবার সকালে সেখানে ফোর্স নিয়ে অভিযান চালান বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামাল হোসেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে খায়ের হাট গ্রামের মুনছেদ আলীর ছেলে মঞ্জুরুল আলম (৩১) এবং চান্দের আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৪) কে বালির ট্রলিসহ আটক করেন। অপরাধ স্বীকার করায় উভয়কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ট্রলি দুটি থানায় জব্দ রাখা হয়।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: