হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মে ২০২১ ০০:৩৫; আপডেট: ১৪ মে ২০২১ ০০:৩৭

হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে বিত্র ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ মে) সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে। নামাজের ইমামতি করবেন মুফতি মাওলানা মো. শাহাদত আলী।

ইতোপূর্বে  রাজশাহীর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হযরত শাহ মখদুম (রহ.) মসজিদে ইদের নামাজ অনুষ্ঠিত হবে। 

রাজশাহী জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের নামাজের জন্য এবারও সবাইকে বাড়ি থেকেই ওজু করে যেতে হবে। পাশাপাশি বাড়ি থেকে জায়নামাজও নিয়ে যেতে হবে। তবে মসজিদ কমিটি মসজিদের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে। সরকারি নির্দেশনা মেনেই পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top