মহামারি থেকে রেহায় পেতে বিশেষ দোয়া 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মে ২০২১ ০১:৪৭; আপডেট: ৯ মে ২০২৪ ১২:৫০

হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাযের দোয়া মুনাজাতে করোনা মহামারী থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ ফরিয়াদ জানানো হয়। একই সাথে  ফিলিস্থিনের উপর বর্বরোচিত হামলার বিপরীতেিআল্লাহ তায়ালার অনুগ্রহ ও রহমত এবং    জীবনের পাপ মোচন করে সিয়াম সাধনা কবুলের জন্য দোয়া করা হয়। 

শুক্রবার সকাল ৮টায় রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. মোস্তাফিজুর রহমান।

নিজ নিজ জায়নামাজ নিয়ে মসজিদে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মুসল্লিরা ফাঁকা ফাঁকা হয়ে সারিবদ্ধ হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত শেষে আজ পরস্পরের সঙ্গে কোলাকুলি বা করমর্দন করেন নি কেউ। তবে দূর থেকেই কুশল বিনিময়ের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সবাই। নামাজকে ঘিরে এ সময় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top