সিংড়ার রাণী ভবানী খালের সোঁতি-বাঁধ অপসারণ করল প্রশাসন

সিংড়া (নাটোর) প্রতিনিধি | প্রকাশিত: ২২ জুন ২০২১ ০০:১৫; আপডেট: ২২ জুন ২০২১ ০০:২৮

প্রশাসনের পরিচালিত অভিযান।

নাটোরের সিংড়ার রাণী ভবানী খালের বানার বাঁধ ও সোঁতিজাল অপসারণ করল প্রশাসন। সোমবার (২১ জুন) বিকেলে ইউএনও এম.এম সামিরুল ইসলামের নির্দেশে জামতলী-বামিহাল সড়কের রাণী ভবানী খালের দশ পয়েন্টে অভিযান পরিচালনা করে বাঁধগুলো অপসারণ করে স্থানীয় মৎস্য অধিদপ্তর।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, জামতলী- বামিহাল সড়কের রাণী ভবানী খালের দশ পয়েন্টে বানার বাঁধ ও সোঁতিজাল দিয়ে পানি আটকিয়ে মা মাছ নিধন করা হচ্ছে বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযান পরিচালনা করে বাঁধগুলো উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে বিপুল পরিমান মা-মাছ ও পোনা মাছ উদ্ধার করে আবার অবমুক্ত এবং সোতিজাল পুড়িয়ে দেয়া হয়েছে। এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিছেন স্থানীয় স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটিসহ এলাকার জনসাধারণবৃন্দ।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top