মোহনপুরে শিশু বিয়ে প্রতিরোধে এসিডির আলোচনা সভা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২০ ২২:৪৩; আপডেট: ২১ মে ২০২৪ ০০:৪২

বক্তব্য রাখছেন এসিডির কর্মকর্তারা

রাজশাহীর মোহনপুর উপজেলায় "শিশুবিবাহ প্রতিরোধে" এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০) আগস্ট বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করে এসিডি।

আলোচনায় সভায বক্তব্য রাখেন এসিডির শিবগঞ্জ এরিয়া অফিসার হুমায়ন কবির ও রাজশাহী প্রোগ্রাম অফিসার জোলেখা খাতুন। তারা তাদের বক্তব্যে নানা সমস্যার কথা তুলে ধরেন।

এসিডি কর্মকর্তাদের তুলে ধরা সমস্যা গুলির করনীয় বিষয়ে বক্তব্য দেন মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সানশাইনের মোহনপুর প্রতিনিধি সাদিকুল ইসলাম স্বপন, মোহনপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সোনার দেশের মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, নতুন প্রভাতের মোহনপুর প্রতিনিধি মোত্তাকিন আলম সোহেল।

সভায় আরো উপস্থিত ছিলেন, দৈনিক খবর পত্রের রাজশাহী প্রতিনিধি কামাল ইয়াচিন, অনলাইন পত্রিকা তরঙ্গ নিউজের রাজশাহী প্রতিনিধি রিপন আলীসহ অন্যান্য সাংবাদিক, গোছা ও আথরাই কিশোর-কিশোরী ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক।

সভায় শিশু বিয়ের প্রধান কারণগুলো দৃশ্যমান করা হয় এবং তা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের করনীয়সহ সংবাদ প্রকাশের বিষয়টি গুরুত্ব পায়।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top