রাজশাহী রেলওয়ে হাসপাতালে অনিয়মের তদন্ত শুরু

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ আগস্ট ২০২০ ২২:২৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৪:০৩

ফাইল ছবি

রাজশাহী রেলওয়ে হাসপাতালের নানা অনিয়মের ও দূনীতির তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি।

তদন্ত কাজ শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তদন্ত কমিটির প্রধান অজয় কুমার পোদ্দার।

হাসপাতালে নানা অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটিকে সার্বিক বিষয়ে তদারকির নির্দেশ দেয়া হয়েছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ।

উল্লেখ্য, হাসপাতালটিতে সম্প্রতি বিভিন্ন অনিয়ম ও দূনীর্তির অভিযোগ উঠার পর গত ১২ আগস্ট পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দারকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করে কর্তৃপক্ষ। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) কাছে জমা দেয়ার নির্দেশনা ও দেয়া হয়।

এসএইচ

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top