চাঁপাইনবাবগঞ্জে ৩১ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ৩ আগস্ট ২০২১ ০৩:৫৬; আপডেট: ৮ মে ২০২৪ ১৯:৪৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে উঠানামা করছে করোনা সংক্রমণের হার। সোমবার রাজশাহী আরটিপিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্য বলছে, চাঁপাইনবাবগঞ্জের ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

করোনা আক্রান্তদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৫, শিবগঞ্জে ৭ ও গোমস্তাপুর উপজেলার ৯ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২.২৯ শতাংশ। সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চাঁপাইনবাবগঞ্জের ১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় আজ সোমবার সকাল থেকে তাদের বাড়িতে কোয়ারেন্টাইনের মাধ্যমে চিকিৎসা দেয়া শুরু করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬৫ জন রোগী চিকিৎসা নিচ্ছে।

জেলায় এ পর্যন্ত মোট ৫০৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ৪৪৬১ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ২৪০ জন।

 

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top