পুঠিয়ায় মাছচাষীদের প্রশিক্ষণ প্রদান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০ ২২:০৯; আপডেট: ২৪ আগস্ট ২০২০ ২২:১৭

মাছচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাছচাষীদের নিয়ে 'ছোট মাছ চাষ পদ্ধতি' শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলার কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত ২ দিন ব্যাপি এই প্রশিক্ষণের প্রথম দিনের কর্মসূচী অনুষ্টিত হয়।

মৎস্য অধিদপ্তরের অধীন বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা মৎস্য অফিসার অলক কুমার শাহা, পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ওমর আলী অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন।

ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, সাদেকুল ইসলাম, আনোয়ার হোসেন, মৎস্য চাষী শামীম আহমেদ, মোহাম্মদ আলী প্রমুখ ব্যক্তিবর্গ এই সময় উপস্থিত ছিলেন।

এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top