জয়পুরহাটে বিচারককে তালেবান পরিচয়ে চিঠি, থানায় জিডি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২১ ২৩:৩৫; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২১:৫৪

ছবি- সংগৃহীত

জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তদন্ত করার জন্য সদর থানার ওসি একেএম আলমগীর জাহাকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার আশরাফ আলীর নাম উল্লেখ রয়েছে।

ওই চিঠিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। বিচার হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। আদালতের আশেপাশে পুলিশ থাকবে না।’ 

তবে এখন পর্যন্ত চিঠির প্রকৃত প্রেরককে খুঁজে পাওয়া যায়নি।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top