 
                                রাজশাহীর পুঠিয়ায় রান্না করতে গিয়ে চুলার আগুনে পুড়ে সেতারা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। মৃত সেতারা বেগম উপজেলার পশ্চিমভাগ গ্রামের সাইদুর রহমানের স্ত্রী। 
 
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ মৃগী রোগি ছিলেন। প্রতিদিনের মত রোববার সকালেও রান্নার কাজ করছিলেন। সে সময তিনি অসুস্থ হয়ে রান্নার চুলার উপর পড়ে যান। এতে তার হাত-পায়ের বেশিরভাগ অংশ পুড়ে যায়। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়টি শুনেছি। বিষয়টি মর্মান্তিক।
 
 
এসকে
                                
                                
                                
                                
                                                                                                    
                                    
                                
                                                             
						
						 ঘটনাপ্রবাহ: বিশ্বজুড়ে করোনাভাইরাস
															
				
                                                                
                             
			               
                    
আপনার মূল্যবান মতামত দিন: