আশুরা উপলক্ষে আরএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০ ০৩:২২; আপডেট: ২০ মে ২০২৪ ২১:৫৪

পবিত্র আশুরা উপলক্ষে নগরীতে কিছু নির্দেশনা জারি করেছে। এর মধ্যে মহানগর এলাকায় তাজিয়া মিছিলসহ আতশবাজি নিষিদ্ধ করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পক্ষ থেকে জানায়, রোববার (৩০ আগস্ট) পবিত্র আশুরা উদযাপিত হবে। কিন্তু বর্তমান করোনা মহামারি বিস্তার রোধকল্পে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গত ৩ আগস্ট জারিকৃত পরিপত্র মূলে সব ধরনের গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা যাবে। 

তাই পবিত্র আশুরা উপলক্ষে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন (১৯৯২ এর ২৯-১ ক, ২৯-১ খ ও ৩০ ধারায়) ক্ষমতাবলে আগামী ৩০ আগস্ট জনসমাবেশ ও তাজিয়া মিছিল নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আতশবাজি, পটকা ফোটানোসহ অন্যান্য ক্ষতিকারকদ্রব্য ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও বিস্ফোরকদ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান আরএমপির ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা।

 আন্দালীব/08



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top