চার ক্লিনিককে ৪ লক্ষাধিক টাকা জরিমানা 

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০ ০৩:২৬; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ০৪:০৪

অপচিকিৎসা ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগে নাটোরের গুরুদাসপুরে চার বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে বেশ কয়েকটি প্রাইভেট ক্লিনিকে অভিযান চালায়।

অভিযানে নানা অসঙ্গতির কারণে হাজেরা ক্লিনিক, আল্পনা ক্লিনিক, তানিয়া ক্লিনিক ও চলনবিল ক্লিনিকের মালিককে অর্থদণ্ড করা হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার মোজাহিদুল ইসলাম এ সময় ভ্রাম্যমাণ আদালতের সাথে ছিলেন।

আন্দালীব/7



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top