রাজশাহীতে মুক্তিযোদ্ধা মারধরের ঘটনায় সমঝোতা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০ ২১:১৬; আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:০১

মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবাদ সম্মেলন

রাজশাহীতে মুক্তিযোদ্ধার উপর রাজশাহী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের হামলার বিষয়ে উভয়পক্ষের সমঝোতা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা কাছে ক্ষমা চেয়েছেন ইন্টার্নি চিকিৎসকরা।

উভয়পক্ষের সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযোদ্ধা সংসদের মহানগর শাখার সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাজশাহী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমঝোতার বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসকের মধ্যস্থতায় সোমবার সকাল ১০ টার দিকে সার্কিট হাউসে উভয় পক্ষের উপস্থিতিতে এ সমঝোতা হয়। এ সময় বৈঠকে জেলা প্রশাসক, মেডিকেলের পরিচালক, মুক্তিযোদ্ধারা, ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল কলেজের প্রিন্সিপাল উপস্থিত ছিলেন।

মামলার বিষয়টি প্রশাসনের উপর ন্যস্ত করা হয়েছে জানান ডা. আবদুল মান্নান।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার শফিকুর রহমান রাজা, কবিকুঞ্জের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামানিক, মুস্তাফিজুর রহমান খান আলম, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন প্রমুখ।

  • এসএইচ


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top