খাঁচা হতে সঙ্গীসহ পালিয়ে গেল সিংহী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২২ ১১:০৯; আপডেট: ১৯ মে ২০২৪ ১০:১৭

ছবি: প্রতীকী

চিড়িয়াখানার এক কর্মীকে হত্যা করে সঙ্গীকে নিয়েছে পালিয়েছে এক সিংহী। ইরানের এক চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

ইরানের রাজধানী তেহরান থেকে দুইশ’ কিলোমিটার দূরে মারকাজি প্রদেশের আরক শহরের একটি চিড়িয়াখানায় রোববার এই দুর্ঘটনা ঘটে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবিকে ওই চিড়িয়াখানার এক কর্মী জানান, কয়েকবছর আগে চিড়িয়াখানায় আনা ওই সিংহী কোনোভাবে খাঁচার দরজা খুলতে সক্ষম হয়। ৪০ বছর বয়সী এক কর্মী ওই খাঁচার খাবার দিতে গেলে সিংহী তাকে আক্রমণ করে। এরপর খাঁচায় থাকা সঙ্গী সমেত পালিয়ে যায়।

এদিকে, ওই ঘটনার পর নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে চিড়িয়াখানায় নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে ওই প্রদেশের গভর্নর আমির হাদি বার্তা সংস্থা আইআরআইবিকে জানিয়েছেন।

তবে কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া সিংহ ও সিংহীকে জীবিত ধরতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন তিনি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top