বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫৩; আপডেট: ১ মে ২০২৫ ১৩:১১
-2023-09-21-21-53-08.jpg)
বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। প্রায় দুই ঘণ্টা পরও বৃষ্টি না থামায় খেলা শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দুপুর ২টায় খেলা শুরু হলেও ৪.৩ ওভার পর প্রথম দফায় বৃষ্টি আসে। ২ ঘণ্টা ৮ মিনিট ধরে বন্ধ থাকার পর অবশেষে ৪২ ওভারে খেলা শুরু হয়। কিন্তু ৩৩.৪ ওভার না হতেই আবার বৃষ্টি বাঁধা দেয়।
বৃষ্টি থেমে যাওয়ায় ২০ মিনিট পর আবার মাঠে নামেন লিটনরা। কিন্তু খেলা শুরুর আগে আবার হানা দেয় বৃষ্টি। সেটি চলছে এখনো।
টস হেরে ব্যাটিং করতে নেমে কিউইরা ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করে।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজ। এছাড়া ২ উইকেট নেন নাসুম। কিউইদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে ইয়ংয়ের ব্যাট থেকে। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর), মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই।
আপনার মূল্যবান মতামত দিন: