সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানালো আইসিসি!
রাজ টাইমস | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩ ১৮:৩১; আপডেট: ১ মে ২০২৫ ০৪:৫৪

ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপ। আগামীকাল বৃহস্পতিবার পর্দা উঠছে ভারতে অনুষ্ঠেয় প্রায় দেড় মাসব্যাপী এই যজ্ঞের। যেখানে প্রথমদিনই লড়বে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। মূল আসর শুরুর আগে আজ হয়ে গেল ‘ক্যাপ্টেনস ডে’।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘ক্যাপ্টেনস ডে’তে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাকি ৯ দেশের অধিনায়ক। সাকিব যখন নিজের বক্তব্য দেন তখনই একটি বড়সড় ভুল করে বসে আইসিসি।
সাকিব যখন কথা বলছিলেন তখন নেমপ্লেটে তার পরিচয় দেখা যায় ‘পাকিস্তান অধিনায়ক’ (Captain, Pakistan)। মূলত, এটি একটি গ্রাফিক্সজনিত ভুল। আইসিসি ভুল করে বাংলাদেশের জায়গায় পাকিস্তানের নাম লিখে দেয়।
অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্নের উত্তর দেন সাকিব। সঞ্চালক এউইন মরগ্যানের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘গত ৪ বছরে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে বাছাইপর্বে আমরা ৩ বা ৪ নম্বর অবস্থানে ছিলাম। আমরা দারুণ করেছি, এটা এখন দেখানোর সময়। আমরা আগে যা করেছি তার চেয়েও বেশি আমাদের থেকে দেশবাসী চায়।’
আপনার মূল্যবান মতামত দিন: