মাটির ৭০০ কিমি গভীরে মহাসাগরের সন্ধান

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৪ ১৮:৫৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০২:২১

ছবি: সংগৃহীত

ভূপৃষ্ঠের নিচে খোঁজ মিলল বিশাল এক মহাসাগরের। মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর বুকে লুকিয়ে রয়েছে বিশাল এক মহাসাগর।

মাটি থেকে ৭০০ কিলোমিটার গভীরে সেই সাগরের বিস্তৃতি এতটাই বেশি যে পৃথিবীতে যেসব সাগর মহাসাগর রয়েছে তার মোট আয়তনের প্রায় ৩ গুণ।

কোথায় রয়েছে ওই বিশাল জলরাশি?

বিজ্ঞানীরা বলছেন ওই বিশাল পরিমাণ পানি লুকিয়ে রয়েছে একধরনের সবুজ পাথরের আস্তরণের ভেতরে।

ওই পাথরের আস্তরণকে বলা হচ্ছে রিং উডাইট। ২০১৪ সালেই এনিয়ে একটি গবেষণাপক্র প্রকাশিত হয়। সেইসময় রিং উডাইটের বিশেষত্ব নিয়েও বিস্তারিত বলা হয়।

ভূবিজ্ঞানী সিটভ জ্যাকবসেন বলেন রিং উডাইট হল স্পঞ্জের মতো। ওই স্পঞ্জের মতো পাথরের মধ্যেই লুকিয় থাকে জলাধার। ওই স্পঞ্জের গঠন এমনই যে তা হাইড্রোজেন আটকে রেখে তাকে পানিতে পরিণত করে।

বিজ্ঞানীরা বহুদিন ধরেই ভূস্তরের হারিয়ে যাওয়া জলাধারের সন্ধান করছিলেন। এবার তার সন্ধান মিলল।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top