অষ্ট্রেলিয়ান ব্যবহারকারীদের হুমকি ফেসবুকের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৩৯; আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২০ ০১:৪৬

ফাইল ছবি

এবার ফেসবুকের হুমকির মুখে পড়ল সাইটটির অষ্ট্রেলিয়ান ব্যবহারকারীরা। ফেসবুক দেশটির ব্যবহারকারীদের নিউজ শেয়ার বন্ধের হুমকি দিয়েছেন। খবর আল জাজিরা

অষ্ট্রেলিয়ার আইনসভায় একটি আইন পাশের প্রস্তাবনার প্রতিক্রিয়ায় এমন ঘোষণা সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই সাইটটির। প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, অস্ট্রেলিয়ার নাগরিকদের স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খবর ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা বন্ধ হয়ে যাবে।

নিষেধাজ্ঞা বিষয়ে বিস্তারিত দ্রুত জানানো হবে বলে জানান সাইটটির মুখপাত্র।

অষ্ট্রেলিয়া সরকার আইন প্রণয়ন করেছে, নিজেদের প্লাটফর্মে রিপোস্ট হওয়া নিউজ কনটেন্টের জন্য ফেসবুক ও গুগলের মতো টেক জায়ান্টগুলোর থেকে অর্থ চাইবে তারা। ঠিক আইনটি প্রণয়নের পরই পাল্টা এই প্রতিক্রিয়া জানায় ফেসবুক।

এর আগে এমন আইন প্রণয়নের পরিকল্পনা শুনে প্রতিবাদ জানিয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ।

ফেসবুকের এমন প্রতিক্রিয়ায় বাকি টেক প্রতিষ্ঠানগুলোর মাঝে ও উত্তেজনা বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহ আইনটির বিরুদ্ধে গেলেও সরকারের প্রস্তাবিত এই আইনে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর ব্যাপক সমর্থন রয়েছে। খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top