ইবিতে সাংবাদিকদের কাজে বাধা এবং শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৪ মার্চ ২০২৫ ১৯:০১; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের কাজে বাধা ও শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করে শাখা ছাত্র ইউনিয়ন।
মঙ্গলবার(৪ মার্চ) বিশ্ববিদ্যালের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক নূর আলম,সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মিম সহ অন্যান্যরা।
এসময় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নূর আলম বলেন,একটি সংগঠন উপাচার্যের কর্যালয়ে উপাচার্যসহ প্রক্টর কে বিভিন্ন ভাবে হেনস্থা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম কর্মীদের কাজে বাধাগ্রস্ত করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আজকে সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি কারও রুদ্ধদার বৈঠক থাকে কোন গুষ্টির সাথে এককভাবে কোন রুদ্ধদার বৈঠক হতে পারে না সকল সংগঠনের সাথে রুদ্ধদার বৈঠক করতে হবে । উপচার্যের কার্যালয় থেকে সাংবাদিকদের বাহির করার ক্ষমতা শুধুমাত্র উপাচার্যের রয়েছে কোন সংগঠন হস্তক্ষেপ করার অধিকার রাখে না।উপাচার্য ও প্রক্টর কে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে বিভিন্ন শিক্ষকদের উপর হেনস্তার ঘটনা ঘটেছে। সেখানে গণমাধ্যম কর্মীদেরকে তাদের কাজে বাধা দেয়া হয়েছে। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন পদে তাদের নিজেদের পছন্দ মতো নিয়োগ দেয়ার ভিসিকে চাপে রাখার চেষ্টা করতেছে। আমরা ভিসিকে বলতে চাই, আপনি কোনো গোষ্ঠীর চাপে পরে নিয়োগ দিবেন এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই, আজকের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করেন।
উল্লেখ্য বিশ্ববিদ্যালয়ে সব পদ থেকে ওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের দাবিতে উপাচার্যের কার্যালয়ে হট্টগোল সৃষ্টি হয়।এসময় উপাচার্য, প্রক্টর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,ছাত্রদলের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এসময় উপাচার্যের কার্যালয় থেকে ছাত্রদল সাংবাদিকদের বাহির করে দেন।
আপনার মূল্যবান মতামত দিন: