ইবিতে শেখ পরিবারের নামে থাকা চারটি হল ও ভবনের নতুন নামকরণ

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ১৯:০৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০০:৪৬

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ পরিবারের নামে থাকা চারটি হলসহ মোট পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সিন্ডিকেটের ২৬৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানা যায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা হল এখন ‘জুলাই৩৬ হল’, শেখ রাসেল হল এখন ‘শহীদ আনাছ হল', বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এখন 'শাহ আজিজুর রহমান হল', বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল এখন 'উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল' এবং ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন এখন থেকে 'ইবনে সিনা বিজ্ঞান ভবন' নামে পরিচিত হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top