ইবির খালেদা জিয়া হলের ডিবেটিং সোসাইটির সভাপতি তাজমিন, সম্পাদক মুমতাহিনা
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ মে ২০২৫ ১৫:২৯; আপডেট: ১৪ মে ২০২৫ ২০:৪৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি ২০২৫-২৬ কার্যনির্বাহী পর্ষদের কমিটি গঠিত হয়েছে।
এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের তাজমিন রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের মুমতাহিনা বিনি মনোনীত হয়েছেন।
বুধবার (১৪ মে) সংগঠনটির উপদেষ্টা ও হলটির প্রভোস্ট প্রফেসর ড. মোঃ জালান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি সাদিয়া ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিদুয়ানা রহমান, সাংগঠনিক সম্পাদক তাসলিমা আরেফিন, অর্থ সম্পাদক সাবরিনা খাতুন, দপ্তর সম্পাদক
সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক মোছাঃ শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদকসাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আদি ও বিতর্ক গবেষণা সম্পাদক নাহিদা সুলতানা উর্মি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাহিরা আহমদ, রুনা লায়লা ও রিয়া আক্তার রুমা।
আপনার মূল্যবান মতামত দিন: