দীর্ঘ দশ বছর পর হজ্ব ক্যাম্পে অংশ নিচ্ছে ইবি রোভার মেট সায়েম
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ মে ২০২৫ ০৮:১৩; আপডেট: ১৮ মে ২০২৫ ১০:২০

ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও ইউনিট কাউন্সিলের সাধারণ সম্পাদক খন্দকার আবু সাঈম হজ্ব ক্যাম্প ২০২৫-এ সেবাদানে অংশ নিচ্ছেন। আগামী ১৯ থেকে ২৫ মে পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এই হজ্ব ক্যাম্পে তিনি দায়িত্ব পালন করবেন।
দীর্ঘ প্রায় দশ বছর পর ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তিনি হজ্ব ক্যাম্পে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। খন্দকার আবুসাঈম এই দায়িত্ব পালনের সুযোগ পেয়ে নিজেকে গর্বিত ও ভাগ্যবান মনে করছেন।
তিনি বলেন, "হজ্ব ক্যাম্প-২০২৫-এ সেবাদানে অংশ নিতে পারা আমার জন্য এক অনন্য গর্ব ও আত্মতৃপ্তির বিষয়। আল্লাহর মেহমানদের সেবা করার এই সুযোগ আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। রোভার স্কাউট হিসেবে দেশের সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এই ক্যাম্পে দায়িত্ব পালন সেই লক্ষ্য পূরণেরই অংশ। এটি আমার ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস করি। আমি সকলের দোয়া কামনা করছি, যেন আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।"
উল্লেখ্য, রোভার স্কাউটরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। হজ্ব ক্যাম্পে অংশগ্রহণ সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মূল্যবান মতামত দিন: