ইবিতে গাইবান্ধা জেলা কল্যাণ সমিতির বরণ-বিদায় অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১৯:০০; আপডেট: ১৯ মে ২০২৫ ২৩:৫২

- ছবি - ইন্টারনেট

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রচার সম্পাদক মোঃ শাকিব আল হাসান রাকিবের সঞ্চালনায় অতিথিরা বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে এসেছো। তোমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত পড়াশোনায় মনোনিবেশ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। সেই সাথে নিজের দক্ষতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হওয়া। ধার করা জ্ঞান দিয়ে বেশি দূর যাওয়া যায় না, এজন্য তোমাদেরকে নিজ উৎসাহে জ্ঞান অর্জন করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’

তারা আরও বলেন, ‘আমরা ইবিতে যারা আছি তারা সবাই মিলে একটা পরিবার। আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে দাঁড়াবো। আমাদের নাড়ীর প্রতি যেমন টান থাকে তেমনি জেলা কল্যাণের প্রতিও টান থাকতে হবে।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top